অনলাইন পে-ফিক্সেশনঃ ব্যবস্থার মাধ্যমে সকল সরকারী কর্মকর্তা/কর্মচারিদের বেতন ভাতাদি প্রতিপাদন প্রচলিত ম্যানুয়্যাল পদ্ধতির পরিবর্তে ইন্টারনেটের মাধ্যমে (www.payfixation.gov.bd) ইলেকট্রনিক-ভাবে করা হচ্ছে।
অনলাইন পেনশন ফিক্সেশনঃ Online pension Fixation ব্যবস্থার মাধ্যমে সকল সরকারী পেনশনারদের পেনশনের প্রতিপাদন প্রচলিত ম্যানুয়্যাল পদ্ধতির পরিবর্তে ইন্টারনেটর মাধ্যমে (www.payfixation.gov.bd/pension) ইলেকট্রনিক-ভাবে করা হচ্ছে।
হিসাব- ব্যস্থাপনায় ডিজিট্যালাইশেনঃ ঢাকা, বিভাগীয় শহর, জেলা শহর এবং উপজেলা পর্যায়ের হিসাবরক্ষন অফিসসমূহে দেনিন্দন হিসাবরক্ষন কার্যক্রম পরিচালনায় ইন্টারনেট/ওয়েব ভিত্তিক iBAS( Integrated Budget and Acconting System) কম্পিউটাররাইজড সিস্টেম প্রবর্তন করা হয়েছে।
অনলাইনে চালান ভেরিফিকেশনঃ ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক ট্রেজারী চালানের মাধ্যমে জমাকৃত অর্থ সারকারী ট্রেজারিতে ঠিকমত জমা হয়েছে কিনা তা যাচাইয়ে জন্য ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই সিজিএ ওয়েব সাইটে (www.cga.gov.bd) ঢুকে Online Chalan Verification করা যাচ্ছে। অনলাইন বিল নিষ্পত্তির হাল নাগাদ অবস্থা প্রদর্শনঃ ঢাকাস্থ প্রধান হিসাবরক্ষণ অফিসসমূহে এবং জেলা হিসাবসরক্ষণ অফিসসমূহে দাখিলকৃত বিলসমূহের নিষ্পত্তির হাল নাগাদ অবস্থা যাচাইয়ের জন্য ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই সিজিএ ওয়েব সাইটে (www.cga.gov.bd) ঢুকে Online Bill clearing Status জানা যাচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস